সিলেট ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে চোরাকারবারি হান্নান (৩৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত হান্নান জৈন্তাপুর থানাধীন লামা শ্যামপুর গ্রামের মৃত হাবিব উল্লার ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই প্রলয় রায় ও জৈন্তাপুর থানা পুলিশের যৌথ টিম জৈন্তাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে গত ২৪ আগস্ট ভোর ছয় টায় গোয়াইনঘাট থানাধীন সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকার আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনার মূল আসামী চোরাকারবারি হান্নান কৌশলে পালিয়ে গিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। অবশেষে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সীমান্তে চোরাচালান বন্ধে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়াইনঘাট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd