সিলেট ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখা টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করেছে র্যাব। গতকাল বুধবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল বুধবার ভোর রাতে সিলেটের জৈন্তাপুরে এক অভিযান চালায়। সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ নেতৃত্বে উপজেলার নলঝুড়ি নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১২’শ বোতল ভারতীয় তেল ও ১২’শ পিস ভারতীয় জীবানুনাশক হ্যান্ড সেনিটাইজার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে ২ লাখ ৪৩ হাজার ৬’শ টাকা।
পরবর্তী এসব মালামাল আবগারী ও ভ্যাট বিভাগ সিলেট অফিসে হস্তান্তর করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd