অবশেষে প্রধান আসামি গ্রেফতার, অনশন ভাঙলেন সেই বাবা

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

অবশেষে প্রধান আসামি গ্রেফতার, অনশন ভাঙলেন সেই বাবা

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনের মাদরাসাছাত্রী ফারজানা আক্তারকে আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি মো. মিরাজ হোসেন কামালকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার শ্যামলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত ফারজানা আক্তার উপজেলার সাচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামের আবুল কামাল কালুর মেয়ে ও স্থানীয় চর গঙ্গাপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

এদিকে প্রধান আসামির গ্রেফতারের খবর পেয়ে মেয়ের কবরের পাশে ছবি নিয়ে কান্না করা অসহায় বাবা আবুল কামাল কালু অনশন ভেঙে বাড়ি ফিরেছেন।

Manual4 Ad Code

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘একমাত্র মেয়ের কবরের পাশে অনশনে বাবা’ শিরোনামে জাগো নিউজে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। প্রধান আসামি মো. মিরাজ হোসেন কামালকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদ প্রকাশের পর প্রধান আসামি গ্রেফতার হওয়ায় জাগো নিউজকে ধন্যবাদ জানিয়েছেন মাদরাসাছাত্রী ফারজানার বাবা ও তার পরিবারের সদস্যসহ মাদরাসার শিক্ষকরা। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

ফারজানার বাবা আবুল কালাম কালু বলেন, মামলার সকল আসামি আমার মেয়েকে উত্ত্যক্ত ও নির্যাতন করে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে। এ নিয়ে আমি অনেকের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার পাইনি। তাই বাধ্য হয়ে ছবি নিয়ে মেয়ের কবরের পাশে তার আত্মহত্যায় প্ররোচনাদাতাদের গ্রেফতারের দাবিতে অনশন করতে বাধ্য হয়েছি। জাগো নিউজ আমার কষ্টের কথা সুন্দরভাবে তুলে ধরে সংবাদ প্রচার করেছে। ফলে পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। এজন্য আমি জাগো নিউজ ও পুলিশকে ধন্যবাদ জানাই।

তিনি আরও জানান, মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার না করলে আবারও মেয়ের কবরের পাশে অনশনে বসবেন।

চর গঙ্গাপুর দাখিল মাদরাসার শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, বাংলাদেশে মিডিয়ার যে কত গুরুত্ব তার প্রমাণ আবারও মিলেছে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম কাশেম বলেন, প্রধান আসামিকে পুলিশ গ্রেফতারের খবরে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করতে সাহস পাবে না।

Manual5 Ad Code

বোরহানউদ্দিন থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাজধানী ঢাকার শ্যামলী এলাকার একটি বাড়ি থেকে ফারজানাকে আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি মো. মিরাজ হোসেন কামালকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলার ৫ নম্বর আসামি মো. মাইনুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামের আবুল কামাল কালুর মেয়ে ফারজানা আক্তারকে মাদরাসা যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো মিরাজ হোসেন কামাল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশে বসলেও বন্ধ হয়নি উত্ত্যক্ত করা। উল্টো মিরাজের পক্ষ নিয়ে তার পরিবারের সদস্যরা ফারজানাকে চরিত্রহীন অপবাদ নিয়ে বাড়িতে গিয়ে নির্যাতন করে। গত ২৯ আগস্ট তারা ফারজানাকে বাড়িতে গিয়ে নির্যাতন করে আত্মহত্যার প্ররোচনা দেয়। এরপরই ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ফারজানার বাবা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাতজনকে আসামি করে মামলা করেন। পরে আসামিদের গ্রেফতারের দাবিতে তিনি মেয়ের কবরের পাশে ছবি নিয়ে অনশনে বসেন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..