গোয়াইনঘাটের রক্ষকই যখন ভক্ষক, বালু খোকোদের নিকট পশ্চিম জাফলং ইউপি বিক্রি

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

গোয়াইনঘাটের রক্ষকই যখন ভক্ষক, বালু খোকোদের নিকট পশ্চিম জাফলং ইউপি বিক্রি

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউপির ১ ও ২ নং ওয়ার্ডের বেশ কয়েকটি গ্রাম এখন হুমকির মুখ। বালু খোকোরা ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে মনরতল বাজার থেকে মনাইকান্দি মাদ্রাসা পর্যন্ত বালু উত্তোলনের কাজ শুরু করছে। আতঙ্কে আছে পাশ্ববর্তী এলাকার বাসিন্ধারা। কিন্তু এখনো নিরব ভুমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। বালু খোকো ও স্থানীয় বাসিন্ধাদের মধ্যে যে কোন সময় বড় ধরণে সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বালু খেকোদের নিকট শুধু ডালার নদী ১২ লাখ টাকায় ইজারা দেন। এই টাকারও কোন হিসাব নেই। সব কিছুতেই চেয়ারম্যানের ছয়নয়। এরপর থেকে বালু খেকোরা শুরু করেন তাদের তান্ডব লীলা। প্রথমেই শুরু হয় ডালার নদী থেকে এখন সেই নদীর বালু শেষ। নদী হয়েছে গভির। ইজারার বাহিরের নদীতেও চলছে তাদের ডেজার দিয়ে বালু উত্তোলন।

শুরু করছে মনাইকান্দি, মনরতল, বুগইলকান্দি, নালুবাক ও ইসলামাবাদসহ বেশ কয়েকটি গ্রাম এই পিয়াইন নদীর পাশে বাড়ি দিয়ে বসবাস করে আসছে। কিন্তু বালু খেকোদের ধ্বংস লীলায় এসকল গ্রাম এখন হুমকির মুখে।

পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম ও বালু খেকোদের কবল থেকে ওই এলাকার লোকজন রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..