মুজিব বর্ষ উপলক্ষে গোয়াইনঘাটে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

মুজিব বর্ষ উপলক্ষে গোয়াইনঘাটে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
গোয়াইনঘাট প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে প্রতি উপজেলায় ১০০ টি করে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সিলেটের গোয়াইনঘাটে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আম, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নিমের ১০০টি চারা বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন যায়গায় আম গাছেট চারাও রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব, উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলী, জীবন কৃষ্ণ রায় প্রমুখ।
এদিকে, অনুষ্ঠান শেষে বেলা ১১টার দিকে জুম কনফারেন্সের মাধ্যমে সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..