সিলেটে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুন ১, ২০২০

সিলেটে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু

ক্রাইম সিলেট ডেস্ক :: করোনার উপসর্গ নিয়ে সিলেটে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু হওয়া দুজনেই পুরুষ। এই তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে রবিবার বিকালে একজন এবং রাতে আরো একজনের মৃত্যু হয়। এদের একজনের বাসা নগরীর দরগা মহল্লা এলাকায়। তার করোনার উপসর্গ থাকার পাশাপাশি হার্টের সমস্যা ছিল। অপরজনের ঠিকানা তিনি জানাতে পারেন নি। তাদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, রবিবার সিলেট জেলায় আরো ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ১০ জন, জৈন্তাপুরের ৭ জন, দক্ষিণ সুরমার ৪ জন ও গোলাপগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..