ছাতকে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে ব্যবসায়ির বাঁধার মুখে সাংবাদিক (ভিডিওসহ)

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০

ছাতকে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে ব্যবসায়ির বাঁধার মুখে সাংবাদিক (ভিডিওসহ)

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি :: ছাতকে এক ব্যবসায়ির বিরুদ্ধে সংবাদ সংগ্রহে বাঁধা প্রদানসহ সাংবাদিকের সাথে অশালিন আচরণের অভিযোগ উঠেছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বুধবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে দৈনিক সুনামগঞ্জের সময়ের ছাতক উপজেলা প্রতিনিধি, ছাতক প্রেসক্লাব সদস্য হেলাল আহমদের সাথে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে বুধবার বিকেলে সিরাজগঞ্জ বাজারে যান দৈনিক সুনামগঞ্জের সময়ের ছাতক উপজেলা প্রতিনিধি হেলাল আহমদ। বাজার ঘুরে সাধারণ ক্রেতাদের থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত তথ্য সংগ্রহকালে বাঁধা দেন বাজারের শাহজালাল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি, সিংচাপইড় গ্রামের মৃত লাল হাজীর পুত্র খলিলুর রহমান। এসময় সংবাদ সংগ্রহে বাঁধা দেওয়াসহ সাংবাদিককের সাথে বাক-বিতন্ডা করেন তিনি। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সংবাদ সংগ্রহ না করেই ফিরে আসতে হয় তাকে। মুহুর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহলসহ সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। এব্যাপারে বাজার সেক্রেটারি আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। ভুল বুঝাবুঝিতে এমনটা হয়েছে। বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।

Manual7 Ad Code

এদিকে, সংবাদ সংগ্রহে বাঁধা প্রদানসহ সাংবাদিকের সাথে অশালিন আচরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থসম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম সবুজ, সদস্য নাজমুল ইসলাম, আরিফুর রহমান মানিক, মোশাহিদ আলীসহ নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বাঁধা প্রদান গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা। যা দেশ ও জাতির জন্য অমঙ্গল বয়ে আনবে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..