সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান চোরাচালান বিরোধী অভিযানে কানাইঘাট থেকে বিপুল পরিমান ভারতীয় নাসির বিড়ি ভর্তি ট্রকি আটক করে জেলা ডিবি পুলিশ।
গতকাল রোববার রাত ১১ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে কানাইঘাট থানাধীন বড় চতুল এলাকায় দরবস্ত কানাইঘাট রোডে চেকপোস্ট পরিচালনা করে ঢাকা মেট্রো-ট-১৮-৭৬২৮ নাম্বারের একটি ট্রাকসহ বিড়ির চালান আটক করা হয়।
এসময় ট্রাকের মধ্যে থাকা চিহ্নিত চোরাকারবারি জৈন্তাপুর থানাধীন মানিকপাড়া গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে হেলাল আহমদ হেলাই সহ অজ্ঞাত ট্রাক ড্রাইভার দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকে তল্লাশী করে ২৫ কার্টন আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি উদ্ধার পূর্বক জব্দ করে। উদ্ধারকৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।
পলাতক আসামী হেলাল সহ একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি এনে বিভিন্ন বাজারে বিক্রি করে আসিতেছে। গতকাল রোববার সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি কানাইঘাট এলাকায় অভিযান চালিয়ে নাসির বিড়ির বড় একটি চালান জব্দ করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই বাদী হয়ে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর উদ্ধৃতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আমিনুল ইসলাম জানান জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে ইতিমধ্যেই ডিবি সহ সংশ্লিষ্ট থানা পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ডিবি কানাইঘাট এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আসা বিপুল পরিমান নাসির বিড়ি জব্দ করে।এই ঘটনায় পলাতক আসামী সহ সঙ্গবদ্ধ চোরাকারবারিদের দ্রুত গ্রেফতার করতে ডিবি কে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd