সাবেক প্রধান বিচারপতি সিলেটের মাহমুদুল আমীন চৌধুরী আর নেই

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

সাবেক প্রধান বিচারপতি সিলেটের মাহমুদুল আমীন চৌধুরী আর নেই

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী আর নেই। রোববার সন্ধ্যায় রাজধানীতে নিজ বাসায় মারা যান তিনি। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

Manual1 Ad Code

মাহমুদুল আমীন চৌধুরীর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আব্দুল গফুর চৌধুরী। জন্ম ১৯৩৭ সালের ১৮ জুন।

সাবেক এই প্রধান বিচারপতি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে মেট্রিকুলেশন এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর ঢাকা সিটি ল’ কলেজ হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

Manual1 Ad Code

১৯৬৩ সালে আইনজীবী হিসেবে সিলেট জেলা বারে যোগ দেয়া মাহমুদুল চৌধুরী ১৯৮৭ সালের জানুয়ারিতে হাই কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯৯৯ সালে আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। এরপর হন দেশের প্রধান বিচারপতি।

২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে বিচারপতি লতিফুর রহমানের অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি মাহমুদুল আমিন চৌধুরীকে দেশের ১১তম প্রধান বিচারপতি নিয়োগ দেন। ২০০১ সালের ১ মার্চ তিনি প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করে ২০০২ সালের ১৭ জুন অবসর গ্রহণ করেন।

Manual8 Ad Code

সোমবার হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মাহমুদুল আমীন চৌধুরীর জানাজার নামাজ সম্পন্ন হবে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..