কানাইঘাটে সুরমার ডাইকে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে বসতবাড়ি

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

কানাইঘাটে সুরমার ডাইকে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে বসতবাড়ি

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের ভাটিদিহি গ্রামের উমরগঞ্জ সুরমা ডাইকে ভয়াবহ নদীভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে নদীপাড়ের বেশ কয়েকটি বসতবাড়ি। এতে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে ভাটিদিহিসহ আশপাশের এলাকা।

Manual8 Ad Code

জানা যায়, সুরমা নদীর পানি কমে যাওয়ার কারণে সপ্তাহখানেক পূর্বে ভাটিদিহি গ্রামের ছইদুর রহমান, ফয়জুর রহমান ও আব্দুল জলিলের বাড়ির আঙিনাসহ সুরমা ডাইক ভেঙে যায় এবং বেশ কিছু জায়গা দেবে গেলে এলাকার লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। প্রতিনিয়ত এলাকার শিক্ষার্থী ও জনসাধারণ উক্ত ডাইক দিয়ে ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ-মাদ্রাসা ও বাজারে যাতায়াত করছেন। যেকোনো সময় নদীভাঙনের ফলে ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা। বর্ষা মৌসুমের পূর্বে ভাঙনকবলিত এলাকায় বাঁধ স্থাপন করা না হলে ডাইকের ভাঙা স্থান সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে নদীগর্ভে বিলীন হতে পারে শত শত ঘরবাড়ি।

Manual1 Ad Code


এছাড়া সুরমা নদীর অব্যাহত ভাঙনে এলাকার বিভিন্ন গ্রামের ফসলী জমি, বাড়িঘর, রাস্তাঘাট প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে বলে জানান এলাকাবাসী। অবিলম্বে তাদের বাপ-দাদার ভিটেমাটি রক্ষায় নদীর ভাঙন রোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।


এদিকে, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় সরেজমিনে সুরমা ডাইকের ভেঙে যাওয়া স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। এ সময় উপজেলা নির্বাহী তাৎক্ষণিক মোবাইল ফোনে সদর ইউনিয়নের ভাটিদিহি উমরগঞ্জ সুরমা ডাইক ভাঙনের বিষয়টি সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করেন এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বস দেন।

Manual5 Ad Code


এ সময় উপস্থিত ছিলেন, এলাকার মুরুব্বী ডা. ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ, প্রভাষক রশিদ আহমদ, কবি সারোয়ার ফারুকী, সমাজসেবী বদরুজ্জামান, ছাত্রনেতা তোফায়েল আহমদ প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..