বিশ্বনাথে এলাহাবাদ আলিম মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

বিশ্বনাথে এলাহাবাদ আলিম মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট :: সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। অতীতে যারা বৈষম্যের শিকার হয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছেন আমি তাদের লোক। মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাবো।

তিনি গত সোমবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার এলাহাবাদ আলিম মাদ্রাসায় সরকারি অর্থায়নে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে ও প্রভাষক আলতাফুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসাইন। বক্তব্য রাখেন মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হরমুজ আলী, শিক্ষক এ টি এম নুর উদ্দিন, সমাজসেবক শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ওলিউর রহমানে পুত্র যুক্তরাজ্য প্রবাসী মাওলানা নুরুর রহমান ও সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কয়েছ আহমদ এবং নাতে রাসুল (সা.) পেশ পরিবেশন করেন শিক্ষার্থী আবিদুর রহমান ও মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক এশাদ উল্লাহ ও মানপত্র পাঠ করেন কবি লায়েক আহমদ নোমান।

এছাড়া অনুষ্ঠানে সিংগেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, জগন্নাথপুর চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালেহ আহমদ, সমাজসেবক জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মা, প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রউফ, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান, আলহাজ্ব লজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বশর মোহাম্মদ ফারুক, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, আমির উদ্দিন, গ্রামের মুরব্বি হাজী বাদশা মিয়া, চান মিয়া, নুরুল হোসেন, আকলিছ হোসেন, জবেদ আলী, সামছুল ইসলাম তোতা মিয়া, জমির উদ্দিন, নূর উদ্দিন, নুর মিয়া, খোয়াজ আলী, আছকির আলী, জামাল উদ্দিন, মন্তাজ আলী কটাই, মৌরশ আলী, তৈয়ব আলী, উপজেলা গণফোরামের আহবায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব তরিকুল ইসলাম শামিম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান, সংগঠক চুনু মিয়া, রাজু আহমদ, আব্দুল মালিক, নোয়াব আলী, গাবরু মিয়া, মোজাহিদ আলী, মাসুদ আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..