সিলেট ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইফুল আলম এর নেতৃত্বে গোয়াইনঘাট থানাধীন আলীরগাও ইউনিয়নের হাতিরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিলেটগামী সিলেট ন-১১-০২৮৮ রেজি: এর পিকআপ চালক জৈন্তাপুর থানাধীণ শ্যামপুর সাকিনের জয়নাল মিয়া ও অজ্ঞাত ০১ একজন পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে পিকআপে থাকা ১৫ কাট‚ন ভারতীয় জনসন বেবি লোমন, ০৪ কার্টুন ইমামি তেল ও ৫ কার্টুন ভিক্স চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।
এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার এসআই(নি:) মিজানুর রহমানের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামী গ্রেফতারে গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd