বিশ্বনাথে মারামারিতে মকদ্দুছ আলী নিহতের ঘটনায় মামলা

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

বিশ্বনাথে মারামারিতে মকদ্দুছ আলী নিহতের ঘটনায় মামলা
বিশ্বনাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে মকদ্দুছ আলী নামের এক মৎস্য ব্যবসায়ী নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছেন। আজ বুধবার নিহতের ভাই মনসুর আলী বাদি হয়ে ৪জনের নাম উল্লেখ করে আরও ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি রেখে এ মামলা দায়ের করেন। মামলা নং ২১ (২৬.০৬.১৯ইং)। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম।
প্রসঙ্গত, বিশ্বনাথে গত মঙ্গলবার সকালে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে মকদ্দুছ আলী (৫০) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হন। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের মৃত লালই মিয়ার ছেলে। উপজেলার সৎমানপুর গ্রামের নিহত মকদ্দুছ আলীর ছোট ভাই মনসুর আলী ও একই গ্রামের সেলিম মিয়ার লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মকদ্দুছ আলী সজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে ওসমানীনগরের তাজপুর বাজার ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..