সিলেটে ফেল থেকে পাস ৩৭ শিক্ষার্থী

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

সিলেটে ফেল থেকে পাস ৩৭ শিক্ষার্থী

Manual7 Ad Code

সিলেট :: অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় খাতা পুনঃমূল্যায়ন আবেদনের ফলাফল প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) খাতা পুনঃমূল্যায়ন আবেদনের প্রকাশিত ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৩৭ জন। আর জিপিএ-৫ পেয়েছেন আরও ৩১ শিক্ষার্থী।

Manual4 Ad Code

পুনঃমূল্যায়নে ফলাফল পরিবর্তন হয়েছে ১৪০ জনের, জিপিএ পরিবর্তিত হয়েছে ১৪২ জনের এবং বিষয়ভিত্তিক ২০৯ জনের মার্ক পরিবর্তন হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বোর্ডের অধীনে মোট দরখাস্ত পড়ে ৬ হাজার ৭৮৮টি। এরমধ্যে পুনঃমূল্যায়নের চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা ৫ হাজার ১০৫ জন। এরমধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে গণিত ও ইংরেজিতে প্রায় সাড়ে ৪ হাজার।

Manual4 Ad Code

তিনি বলেন, গত ১৫ জানুয়ারি থেকে নিরীক্ষণ শুরু হয়। আবেদনের সংখ্যা গতবারের তুলনায় এবার কম পড়েছে। এবার বাংলা প্রথম পত্রে আবেদন পড়েছে ১ হাজার ২২৪টি, বাংলা দ্বিতীয় পত্রে দুইজন,  ইংরেজি প্রথম পত্রে ৯০৯ জন, ইংরেজি দ্বিতীয় পত্রে (অনিয়মিত) ২৩ জন, গণিতে ২ হাজার ৩৪৯ জন, ইসলাম ও নৈতিক শিক্ষায় ৪২৩ জন, হিন্দু ও নৈতিক শিক্ষায় ৫৫, বিজ্ঞানে ১ হাজার ১৮,  বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৬৬৭,  গার্হস্থ্য বিজ্ঞানে একজন এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তিতে ১১৫ জন নিরীক্ষণের আবেদন করেন।

Manual6 Ad Code

এবারের জেএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে ১ লাখ ১৯ হাজার ছয়জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭৯ দশমিক ৮২। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৮ জন পরীক্ষার্থী। মূলত জিপিএ-৫ ও গোল্ডন জিপিএ-৫ বঞ্চিত শিক্ষার্থীদের বেশিরভাগ নিরীক্ষণের আবেদন করেন।

Manual3 Ad Code

আর নিরীক্ষণের পর সিলেট বোর্ডে মোট পাসের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৪৩ জন। আর জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে হয়েছে ১ হাজার ৭২৯ জন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..