প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান আহমদ, গোয়াইনঘাট জুড়ে আনন্দ মিছিল

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান আহমদ, গোয়াইনঘাট জুড়ে আনন্দ মিছিল

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট-৪ আসন থেকে নির্বাচিত ৬ বারের সংসদ সদস্য জননেতা ইমরান আহমদকে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গ ভবনে ইমরান আহমদ এমপিসহ সরকারের নতুন সরকারের প্রধানমন্ত্রী,মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন।

Manual4 Ad Code

এদিকে ইমরান আহমদ এমপিকে নতুন সরকারের মন্ত্রী পরিষদে স্থান দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ায় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল করেছে উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারে আয়োজিত এ আনন্দ মিছিলে নেতৃত্বদেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইব্রাহিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম কিবরিয়া হেলাল, বীরমুক্তিযোদ্ধা ও পূর্ব জাফলং ইউ/পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, বাবু সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা যুবলীগের আহŸায়ক ফারুক আহমদ, যুগ্ম আহŸায়ক মোঃ শাহাব উদ্দিন, আহমেদ মুস্তাকিন, সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, জেলা ছাত্রলীগ নেতা এম নিজাম উদ্দিন, যুবলীগ নেতা মুজিবুর রহমান, সুভাস দাস, মুজিবুর রহমান (লাইব্রেরী মুজিব), আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক, মিছবা উদ্দিন, মুস্তাফিজুর রহমান লিলু, আফাজ উদ্দিন, বেলাল আহমদ, ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী সুমন, মাহফুজুর রহমান মাহফুজ, ডালিম প্রমূখ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..