সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
গোয়াইনঘাট,প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় ফুল উৎসব অনুষ্টিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এ উৎসবের উদ্ভোধন করেন। নিয়াগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেকুর রহমানের পরিচালনায় অনুষ্টিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল বলেন,বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি তার জীবনের গুরুত্বপূর্ন সময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে ব্যায় করেছেন। দীর্ঘ দিন কারাভোগ করে এ দেশের বিজয় নিয়ে এসেছেন তিনি। তিনি নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস পাঠ করার আহবান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন,সোনালী ব্যাংকের ম্যানেজার মতিলাল মালাকার,উপজেলা আওয়ামীলীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম,সুশান্ত দাস,রায়হান কবির পলাশ প্রমূখ।
আলোচনা সভা শেষে বিজয় ফুল তৈরি,একক অভিনয় গল্প রচনা,চিত্রাঙ্কন,কবিতা রচনা,দলীয় দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও দলীয় জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী বৃন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd