সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ইভিএম দিয়ে শুধু চুরি নয়, চাইলে ভোট ডাকাতি করাও সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। আর সেজন্যই সরকার ইভিএম ব্যবহারে এত তৎপর বলে দাবি তার।
শনিবার (২৭ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শহরের অম্বিকা মেমোরিয়াল হলে যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘গত প্রত্যেকটি সিটি করপোরেশন নির্বাচনে আমরা দেখেছি, গাজীপুর, খুলনা, কুমিল্লা সব নির্বাচনে আমরা দেখেছি, যে ভোট চুরি হয়েছে, ভোট ডাকাতি হয়েছ। এখন আবার ইভিএম নিয়ে কারসাজি শুরু করেছে নির্বাচন কমিশন।’
তিনি বলেন, ‘সাধারণ জনগণ আমাদের এসে বলে যে, আপনারা এমন একটা সিচুয়েশন তৈরি করেন মাঠে, প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে। আমরা যাতে নির্ভয়ে ভোট দিতে পারি। আমাদের ভোট যেন কাউন্ট হয়। আমাদের ভোট যেন বৃথা না যায়।’
জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ব্ক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খানঁ পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd