সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ট ছাত্রদল নেতা মো: আলেক হুসেইন এর উপর ছাত্রলীগের হামলা। ২২ অক্টোবর বাংলাদেশ বেসরকারী ছাত্রদল সিলেট শাখার উদ্দেগ্যে ছাত্রদল নেতা মো: আলেক হুসেইন এর নেতৃত্বে নগরী কোর্ট পয়েন্টে সরকার বিরোধী মিছিল বের করা হয়।
মিছিলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এই হামলায় বাংলাদেশ বেসরকারী ছাত্রদল সিলেট শাখার সাধারণ সম্পাদক মো: আলেক হুসেইনকে রাস্তায় ফেলে সরকারদলীয় লোকজন হামলা করে। মিছিল হতে সামনের সাঁড়ির বেশ কয়েকজন নেতৃত্বদানকারীদেরকে পুরোপুরি অন্যায় এবং আকস্মিকভাবে বাংলাদেশ সরকারের পুলিশী বাহিনী আটক করে নিয়ে যায়।
এই হামলায় আহত মো: আলেক হুসেইনকে গুরুতর আহত অবস্তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।
সরকার বিরোধী মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদ। তিনি বলেন সরকার বিরোধী মিছিল থেকে পুলিশের উপর করা হয়েছে। এই হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd