জকিগঞ্জে কাস্টমস্থ প্রতিমা নিরঞ্জন সম্পন্ন

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

জকিগঞ্জে কাস্টমস্থ প্রতিমা নিরঞ্জন সম্পন্ন

Manual6 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :: শেষবারের মতো তেল-সিঁদুর পরিয়ে, চোখের জলে মা দেবী দুর্গাকে বিদায় জানিয়েছে জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ থেকে দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে শোভাযাত্রাসহ জকিগঞ্জ কাস্টমস্থ প্রতিমা নিরঞ্জন ঘাটে নিয়ে আসা হয়।

এসময় মেতে ওঠে সীমান্ত ঘেঁষা এ নদীপাড়ের নানা ধর্ম-বর্ণের মানুষ। হৃদয় নিংড়ানো ভালবাসায় একে একে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে কুশিয়ারা নদীতে বিসর্জন দেয়া হয়। দেবী দুর্গার বিদায়কে কেন্দ্র করে সীমান্ত এলাকা জকিগঞ্জের কুশিয়ারা নদীর ভারত ও বাংলার দুই তীরের বসেছিলো দুই বাংলার মানুষের মিলনমেলা।

Manual4 Ad Code

নদীর দুই তীরে জড়ো হন হাজারো পূজারী, ভক্ত, অনুরাগী, দর্শনার্থীরা। হিন্দু, মুসলিমের পদচারণায় মুখর হয়ে উঠে জকিগঞ্জ শহরের কাস্টমঘাট ও ভারতের কাস্টমঘাটস্থ অখন্ড মন্ডলী মন্দিরের প্রাঙ্গন।

Manual3 Ad Code

পূজার্থীদের শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসের ডুবরি দল, আনসার সদস্যরা ছিল সর্তক অবস্থায়। ভারতের করিমগঞ্জেও আইন শৃঙ্খলাবাহিনীকে সতর্ক থাকতে দেখা যায়। ঢাকঢোল, কাসর, করতাল, মন্দিরা, বাঁশি এবং শঙ্খ’র ধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা। মর্তলোক থেকে কৈলাশে দেবীকে বিদায় জানাতে নেচে গেয়ে মাতোয়ারা হন ভক্তরা। ভক্তরা সেজেছিলেন উৎসবের বর্ণিল রঙে। কুশিয়ারা নদীর উভয় পারের প্র্রতিমা বিসর্জনে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। দীর্ঘদিন ধরেই এ উৎসব চলে আসছে ভারত ও বাংলাদেশের কুশিয়ারা নদীর দুই তীরে।

Manual7 Ad Code

এদিকে প্র্রতিমা বিসর্জন উপলক্ষে কাস্টমঘাটে উপজেলা পূজা পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় এক অনুষ্ঠান মঞ্চে ভক্ত অনুরাগী, দর্শনার্থী ও শুভার্থীদের শারদীয় শুভেচ্ছা জানান সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, সিলেট বিভাগীয় আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, পৌর আওয়ামী লীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, জেলা পুজা পরিষদের সদস্য জ্যোতিষ চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক বিভাকর দেশমূখ্য, যুগ্ম আহবায়ক অপূর্ব পাল প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..