সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে প্লাবন সাহাকে প্রক্টরিয়াল বডি থেকে অব্যাহতি দিয়েছে সিন্ডিকেট।
তিনি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এবং ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। বিষয়টি আমলে নিয়ে গত সোমবার ২১০ তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়। তাকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতির পাশাপাশি শোকজ করা হয়। শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সিন্ডিকেটের সভাপতিত্ব করেন।
অন্যদিকে ঘটনার অধিক তদন্তে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রকে দায়িত্ব দিয়েছে সিন্ডিকেট।
যৌন হয়রানির বিষয়ে অভিযুক্ত শিক্ষক প্লাবন চন্দ্র সাহার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd