ছাতকে ভূমি অফিস সহকারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

ছাতকে ভূমি অফিস সহকারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Manual3 Ad Code

ছাতক প্রতিনিধি :: সিলেটের ছাতক ভূমি অফিসের অফিস সহকারি তপন তরফদারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, জালিয়াতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

এব্যাপারে মঙ্গলবার (২ অক্টোবর) ৩ জন ভুক্তভোগী সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে ছাতক থানার গনেশপুর গ্রামের মৃত মাওলানা আব্দুস সবুরের পুত্র ওয়াহিদুন নবী, মৃত মফিজ উদ্দিনের পুত্র মো: সামছুজ্জামান ও মাহমুদুল করিম নেওয়াজ এই লিখিত অভিযোগটি দাখিল করেন।

Manual5 Ad Code

অভিযোগে উলে­খ করা হয়েছে, গত ১৮জুলাই ওয়াহিদুন নবী ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ২ শতক ভূমির বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করলে অফিস সহকারি তপন তরফদার বলেন, টাকা ছাড়া কোন কাজ হবে না। টাকা না দেওয়ার ফলে তিনি ওয়াহিদুন নবীর আবেদনের ডকেট নাম্বারই দেননি। বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগে মো: সামছুজ্জামান উলে­খ করেন, তিনি ০৫ জুন ছাতক থানার কাছে পুরাতন হাসপাতালের সামনের খালি জায়গায় বন্দোবস্তের জন্য আবেদন করলে, অফিস সহকারি তপন বাবু বলেন, প্রতি শতকের জন্য আমাকে ১ থেকে দেড় লাখ টাকা প্রদান করতে হবে। তিনি তার কথায় রাজি হয়ে তাকে ১ লাখ টাকা প্রদান করেন। গত ০৫ জুন তার দরখাস্তের প্রেক্ষিতে তাকে একটি ডকেট নাম্বার দেওয়া হয়। যার ডকেট নং- ১৫৩৫। দুঃখের বিষয় আমার জায়গা দখল থাকা স্বত্তে¡ও গত ২০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে তহসিলদার ও সার্ভেয়ার অপর ২জন ব্যক্তিকে জায়গাটির দখল সমজিয়ে দেন। আমি সকাল ১০টায় এসে দেখি উক্ত জায়গায় খুটি গাড়া হয়েছে। ভূমি অফিসে যোগাযোগ করার পর অফিস সহকারি তপন তরফদার বলেন, তুমিতো আমাকে কোন টাকা দাও নি। এলাকার সন্ত্রাসী ও দালাল চক্রের সাথে তপনের যথেষ্ট সম্পর্ক তাই ভয়ে কিছু বলতে পারছে না সাধারণ মানুষ।

Manual8 Ad Code

আরেক ভূক্তভোগী মাহমুদুল করিম নেওয়াজ’র অভিযোগ তাদের বাসার হোল্ডিং নম্বর ১০০০; দাগ নং ১৭৯। তাদের মালিকাধিন দাগের সাংর্ঘষিক জায়গা ভিপি হিসেবে পতিত রয়েছে যার দাগ নং ১৮৮ মোট জায়গার পরিমাণ ৬৩শতক। উক্ত দাগের ৪শতক জায়গা বন্দোবস্ত নেওয়ার জন্য তিনি ভূমি অফিসে যোগাযোগ করেন। তখন ভূমি অফিসের অফিস সহকারি তপন তরফদার তার বাবাকে অফিসে যাওয়ার জন্য বলেন। তার কথার প্রেক্ষিতে নেওয়াজের বাবা ভূমি অফিসে যান। তখন ভূমি অফিসার বলেন, ভূমি বন্দোবস্ত নিতে আপনার এক টাকাও লাগবে না। আপনি আপনার ছেলের নামে একটি দরখাস্ত জমা দেন। এরপর ২০জুন মাহমুদুল করিম নেওয়াজ একটি দরখাস্ত জমা দেন। যার ডকেট নং ১৬০৬। কিন্তু ২০ সেপ্টেম্বর সকালে ছাতকের ভূমি অফিসের সহকারি তপন তরফদারের যোগসাজশে তহসিলদার রঞ্জন বাবু ও সার্ভেয়ার আনোয়ার হোসেন জামায়াত-বিএনপির দুই ব্যক্তিকে ১জনকে ২শতক ও অপরজনকে ৪ শতক ভূমি বন্দোবস্ত দেন। তপন তরফদারকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনারা তো টাকা দিতে পারেননি। এখানে যা হয়েছে, কর্তার নির্দেশে হয়েছে। এখানে যারা টাকা দিবে তারই কাজ হবে। ভোক্তভোগীরা এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের নিকট অফিস সহকারি তপন তরফদারের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন প্রদান করেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..