সিলেট ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বিরুদ্ধে মানহানি ও হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বিরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ম ফারজানা ইয়াসমিনের আদালতে ৫০২ ধারায় মানহানিকর বক্তব্য ও হত্যার হুমকি প্রদানের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
বাদী পক্ষের আইনজীবী সৈয়দ মহসীন আলী জানান, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বাদীর ছেলের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য ও হত্যার হুমকি প্রদান করেন। এই অভিযোগেই আজ এ মামলা দায়ের করা হয়।তিনি আরো জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে জানতে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার বিষয়ে আমি এখনো কিছু জানি না। আই কাউকেই হুমকি দেইনি।তিনি আরো বলেন, নির্বাচনের আগে আনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ মিথ্যে মামলা দায়ের করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd