লালাবাজারে ট্রাক চাপায় বিশ্বনাথের আলফু মিয়া নিহত

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

লালাবাজারে ট্রাক চাপায় বিশ্বনাথের আলফু মিয়া নিহত

Manual4 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-ঢাকা মহাসড়কে লালাবাজার এলাকায় ট্রাক চাপায় সিরাজুল ইসলাম আলফু উরফে আলফু মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার সিরাজপুর গ্রামের মছদ্দর আলীর ছেলে। শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, মোটরসাইকেলে বিশ্বনাথের দিকে আসছিলেন সিরাজুল ইসলাম আলফু। ঘটনাস্থলে আসামাত্র সামনে থাকা একটি গাড়ি অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে রাস্তায় পড়ে যান।
এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..