সিলেটে নিজ দলের ক্যাডারদের হামলায় ছাত্রদল নেতা রাজু নিহত

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮

সিলেটে নিজ দলের ক্যাডারদের হামলায় ছাত্রদল নেতা রাজু নিহত

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় নিজ দলের ক্যাডারদের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু মারা গেছেন। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন। শনিবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো দুই ছাত্রদল কর্মী সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual1 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতালের পরিচালক এ কে এম মাহবুবুল হক। হামলার ঘটনার পর আহতদের ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

জানা যায়, শনিবার রাতে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মেয়র আরিফের গাড়িবহহরের সাথে মোটরসাইকেল যোগে নগরীর কুমারপাড়া এলাকায় তার বাসায় যান ছাত্রদল কর্মী উজ্জ্বল, রাজুসহ তিনজন। আরিফুল হককে বাসায় পৌছে দিয়ে ফেরার সময় তিনজন একই মোটরসাইকেলে করে ফিরছিলেন। গলির ভেতর থেকে কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন গলির মুখে আসা মাত্র শাহী ঈদগাহর দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক এসে তাদের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা স্টাম্প, দাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..