বিশ্বনাথ প্রতিনিধি :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, ২০দলীয় জোট কোন সন্ত্রাস লালন করে না। আমরা চাই সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত সমাজ গড়তে। চাই দূর্নীতিমুক্ত উন্নয়ন। ন্যায় বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, চিরকাল কেউ ক্ষমতায় ঠিকে থাকতে পারে না। তাই বিচারের জন্য প্রস্তুত হন। বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ করে যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে ফিরিয়ে দিন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করুন।
তিনি বুধবার বিশ্বনাথে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ ইউনিয়ন খেলাফত মজলিস আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি মনির আহমদ, উপজেলা আল-ইসলাহর সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা নুরুল হক, বিএনপি নেতা ইকবাল আহমদ।
ইফতার মাহফিলে উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক শায়েফ আহমদ সাফেক, বিএনপি নেতা ফারুক আহমদ, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক আহমদ রাজু, সহ-অর্থ সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!