সিলেট ৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মে ২৭, ২০১৮
ক্রাইম ডেস্ক :: সিলেটের মোগলাবাজার থেকে হেরোইনসহ লিজা বেগম (৩০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
এসময় ওই মহিলা মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রয়ের ৮ হাজার ৫শ’ ৪০ টাকা উদ্ধার করে র্যাব।
শুক্রবার (২৬ মে) রাত ১১টার দিকে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে পাঠানপাড়া এলাকায় নুরপুরস্থ ময়না মিয়ার কলোনী থেকে হেরোইনসহ মহিলাকে গ্রেপ্তার করা হয়।
লিজা সুনামগঞ্জের সদর থানাধীন পাগলা গ্রামের (বর্তমান: পাঠানপাড়া, ময়না মিয়ার কলোনির ভাড়াটিয়া) জামাল উদ্দিনের স্ত্রী। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd