সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মে ২৭, ২০১৮
এনামুল হাসান :: জকিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের আব্দুস ছালামের বাড়ির পাশে গত ২৪ মে বৃহস্পতিবার দিবারাত অনুমান ৩টার দিকে বিদ্যুতের লাইন রাস্তায় পড়ে যায়।
দ্রুত বিষয়টি অভিযোগ কেন্দ্রে জানানো হলেও সংশ্লিষ্ট কর্তব্যরত ব্যক্তি কোন গুরুত্ব দেননি। যার কারণে গত ২৬ মে শুক্রবার সকাল ৮টার দিকে আব্দুস ছালামের নাতি মাহিন আহমদ (৭) রাস্তায় পড়ে যাওয়া তারে হাত দিলে বিদ্যুতে জড়িয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে গুরুতর অসুস্থ রয়েছে।
এ বিষয়ে আব্দুস ছালাম জানান, বার বার বিদ্যুৎ কেন্দ্রকে অবগত করলেও তারা পাত্তাই দেয়নি। তিনি আরও জানান ওই দিন সকালে আমার নাতি বিদ্যুতের তারে জড়িয়ে যায়। গুরুতর আহত হলেও অলৌকিকভাবে এখনো বেচে আছে সে। অভিযোগ কেন্দ্রের ঐ সময়ে কর্মরত ব্যক্তিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।
উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিজিএম ইশহাক আলী মুঠোফোন রিসিভ করেননি। যার কারণে উনার কোন বক্তব্য নেওয়া যায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd