সিলেট ৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ২৭, ২০১৮
স্টাফ রিপোর্টার ::
সিলেটে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বেশে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে নগরীর টিলাগড় পয়েন্ট থেকে অটোরিকশাসহ তাদের আটক করে শাহপরান থানা পুলিশ।
রোববার মামলা দায়েরর পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, ফেঞ্চুগঞ্জের নুরপুরের আলা উদ্দিনের ছেলে বর্তমানে বিমানবন্দর বাগিচা আবাসিক এলাকার বাসিন্দা পারভেজ, কিশোরগঞ্জের বাইল্লাবাড়ির মফিজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও বিমানবন্দর এলাকার মংলীপাড়ের আনা মিয়ার ছেলে রোকন।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, আহমেদ আলী নামের এক তরুণ শুক্রবার রাতে বন্দরবাজার থেতে একটি সিএনজি অটোরিকশায় (সিলেট-থ-১৩-০৩২৮) ওঠেন। অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর পাশে বসা যাত্রী বেশে ছিনতাইকারীরা তার কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। তারা অটোরিকশাটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে নগরীর ধোপাদিঘির পাড় এলাকায় এসে আহমেদ আলীকে নামিয়ে দিয়ে যায়।
শনিবার সকালে আহমেদ আলীর ছিনতাই হওয়া মোবাইল থেকে তার বন্ধু সাইফুলের মোবাইলে ফোন দেয় অভিযুক্ত পারভেজ। সে ফোনের সূত্রধরে ওইদিন রাতে তাদেরকে টিলাগর থেকে আটক করা হয়। এ ঘটনায় আহমেদ আলী বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd