বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিদেশী মদসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার দেওকলস ইউনিয়নের মাদক ব্যবসায়ী খাসজান সৎপুর গ্রামের মৃত: আব্দুল গণি’র পুত্র ইলিয়াস আলী (৫০) ও একই গ্রামের মৃত:আব্দুল জব্বারের পুত্র শিপন মিয়াকে আটক করে পুলিশ।
থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে অভিযানে ছিলেন এসআই মিজানুর রহমান, বিনয় চক্রবর্তী, নবী হোসেন, এএসআই সাইফুর রহমানসহ একদল পুলিশ।
এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ বলেন, আটককৃত দুজনই মাদক ব্যবসায়ী তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান অফিসার চয়েজ ১৫৩ বোতল মদ উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!