সিলেট ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮
স্টাফ রিপোর্ট :: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দেশব্যাপী বিভাগীয় মহাসবাবেশের অংশ হিসেবে সিলেট বিএনপির মহাসমাবেশ আজ ১০ এপ্রিল মঙ্গলবার।
নির্ধারিত বেলা ২ঘটিকায় নগরীর ঐতিহাসিক রোজিষ্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । এছাড়া সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশকে ঘিরে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে কাজ করছে উৎসাহ। সকাল ১১টা থেকে মিছিল আর মিছিল নিয়ে নেতাকর্মীরা যাচ্ছে সমাবেশ স্থলে। সমাবেশ স্থল দুপুর ১২টা থেকে ১টার মধ্যে পরিপূর্ণ। সমাবেশে আসা নেতাকর্মীদের কাছ থেকে জানা যায় প্রায় ২ লক্ষ মানুষের সমাগম হবে এই সমাবেশে। দেশের সর্ববৃহত বিভাগীয় সমাবেশ হবে সিলেট বিএনপি বিভাগীয় সমাবেশ। বিএনপি চেয়ারপার্সন বিহিন এত বড় সমাবেশ হবে সিলেটে এই প্রথম যেখানে লক্ষাধিক মানুষ আসবে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শরিক হতে এ কথা জানান সমাবেশে আসা দলের নেতাকর্মীরা। সমাবেশে সিলেট জেলার বিভিন্ন উপজেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ অংশ নিতে এসেছেন। ধারনা করা হচ্ছে দেশের সর্ববৃহত বিভাগীয় সমাবেশ হবে সিলেটে। মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। সকাল থেকে শুরু করে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ব্যানারে ওয়ার্ড থেকে শুরু করে দলের অঙ্গ সহযোগি সংগঠনের মিছিল আসতে শুরু হয়েছে।
সমাবেশস্থ থেকে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মোঃ নজমুল ইসলাম জানান, সমাবেশস্থ হাজার হাজার জনতায় পরিপূণ। শুধু এই একি দাবীতে স্লোগান চলছে ‘আমার নেত্রী আমার মা, কারাগারে থাকতে দেব না, আমার মায়ের মুক্তি দে,
সমাবেশ চলছে সকল খবর যানতে আমাদের সাথে থাকুন…
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd