সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : আইপিএলে কেকেআর’র অন্যতম বোলিং অস্ত্র ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। শান্তশিষ্ট নারিন বিপক্ষ ব্যাটিংয়ের আতঙ্ক। বর্তমানে ব্যাট হাতেও তাণ্ডব চালাতে সিদ্ধহস্ত তিনি। তবে নারিনের অনুপ্রেরণা কিন্তু তার স্ত্রী নন্দিতা কুমার। আমাদের আজকের প্রতিবেদনে রইলো নারিন ও তার স্ত্রী সম্পর্কে অজানা কিছু কথা-
১। বেশ কয়েকবছর প্রেম করার পর ২০১৩ সালে ভারতীয় হিন্দুমতে নন্দিতার সঙ্গে বিয়ে হয় সুনীল নারিনের।
২। দেহ সচেতন নন্দিতা জাঙ্ক ফুড এড়িয়ে চলেন। সকালে ব্যায়াম করা তার ‘মাস্ট ডু’ কাজের অন্যতম।
৩। চুটিয়ে শপিং করতে ভালবাসেন নারিনের স্ত্রী। আইপিএলের সময় কেকেআর’র সঙ্গে ভারতের বিভিন্ন শহরে গিয়ে ঢুঁ মারেন শপিং মলে।
৪। নারিন ও তার স্ত্রী দু’জনেই হিন্দু ধর্ম অনুসরণ করেন। বলে রাখা ভাল, নারিন ভারতীয় বংশোদ্ভূত ক্যারিবিয়ান ক্রিকেটার।
৫। নারিন-নন্দিতার এক পুত্রও রয়েছে। স্বামী তারকা ক্রিকেটার হলেও লো প্রোফাইল থাকেন নন্দিতা।
৬। বিভিন্ন সময় বোলিং ডেলিভারির ত্রুটিতে বিভিন্ন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন নারিন। তবে সবসময়ে দুঃসময়ে পাশে পেয়েছেন স্ত্রী-কে।
৭। স্বামীর সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটীয় ট্যুরে দেখা যায় নন্দিতাকে। গ্যালারি থেকে সমর্থন করে যান নারিনকে।
৮। সুনীল গাভাস্কারের নামেই নারিনের পিতা তার নাম রাখেন ‘সুনীল’। নারিনের ট্যাক্সি চালক পিতা সাদিদ নারিন ছিলেন গাভাস্কারের অন্ধ ভক্ত।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd