মেয়র জগলুল আহমদের জানাজায় মানুষের ঢল

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :: আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জানাযা শেষে শহরের আরপিন নগরস্থ কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান।

এর আগে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির, মেয়র জগলুলের পরিবারের পক্ষে তার ছোট ভাই ইয়াকুব বখত জগলুল, মরহুমের একমাত্র ছেলে আসিফ বখত রাদ।

পরে তারা জানাযায় অংশ নেন। এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান উলিউর রহমান চৌধুরী বকুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুর পৌর মেয়র আব্দুল মনাফ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরি পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শামছুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলুল চৌধুরীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ।

এর আগে সকাল ১০ টা থেকে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের লাশ সুনামগঞ্জ পৌর চত্বরে রাখা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুলের তোরা দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে জগলুল হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু বরণ করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..