সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ২০১৩ সালে সাইমন ও মাহি অভিনীত ‘পোড়ামন’ ছবিটি মুক্তির পর বেশ সফলতা পায়। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু। এরপর মাঝে সাইমন ও মাহির একসঙ্গে কাজ না হলেও গত বছরের ফেব্রুয়ারিতে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তাদের নিয়ে ‘জান্নাত’ নামে একটি ছবির কাজ শুরু করেন। এরইমধ্যে এ ছবির কাজ শেষ হয়েছে। নতুন এ ছবি মুক্তির আগে আরো একটি ছবির ঘোষণা দেন পরিচালক মানিক। এবার তার ছবির নাম ‘আনন্দ অশ্রু’।
প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহ-শাবনূর অভিনীত জনপ্রিয় এক ছবির নাম ছিল এটি। তবে ওই ছবির সঙ্গে নতুন ‘আনন্দ অশ্রু’ ছবির কাহিনীর কোনো মিল থাকবেন না বলে জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি বলেন, আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং শুরু হবে। ‘আনন্দ অশ্রু’ নামটা আমার বেশ পছন্দের। তবে প্রয়াত গুণী পরিচালক শিবলী সাদিক ভাইয়ের ‘আনন্দ অশ্রু’-এর কাহিনীর সঙ্গে আমার ছবির গল্পের কোনো মিল থাকবে না। তবে ‘আনন্দ অশ্রু’ নামটা আমার ছবির গল্পের সঙ্গে যায়। তাই এ নামটি দিয়েছি। আশা করি, দর্শকরা ছবিটি পছন্দ করবেন। ছবির অভিনেতা সাইমন সাদিক বলেন, টানা ১৫ দিন মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এ ছবির কাজ হবে। ছবির কাহিনীটা রোমান্টিক ও ট্র্যাজেডিক। ছবির কাজটি ভালোভাবে শেষ করতে চাই। মাহি বলেন, মানিক ভাইয়ের টিমের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। নতুন এ ছবিটি নিয়েও আমি আশাবাদী। ‘আনন্দ অশ্রু’ ছবির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। আর সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd