শাবিতে হামলায় প্রগতিশীল ছাত্রজোটের ৫ নেতাকর্মী আহত

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮


Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলায় ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের কার্যালয়ে ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে গত ২৪ জানুয়ারি দেশব্যাপী ছাত্র ধর্মঘট ডাকে প্রগতিশীল ছাত্রজোট।

Manual3 Ad Code

ধর্মঘটের সর্মথনে আজ সকাল ৮টা থেকে শাবির প্রধান ফটকে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্রজোট শাবিপ্রবির নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে তারা ক্যাম্পসে মিছিল বের করে। সাড়ে ১০টার দিকে আবারো ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেয় তারা।

পরে সকাল ১১টার দিকে ছাত্রলীগের একাশের নেতাকর্মীরা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর হামলা চালায়।

Manual8 Ad Code

এতে নগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রুবাইয়াত রুবা, জয়দীপ দাসসহ ৫ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে আইপিই ৩য় বর্ষের ছাত্র জয়দীপ দাসকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

শাবিপ্রবি প্রক্টর জহির উদ্দিন জানান, হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন।

Manual1 Ad Code

জালালবাবাদ থানার ওসি শফিকুর রহমান খান জানান, শাবির প্রধান ফটকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে এখন শাবির প্রধান ফটকে উভয় পক্ষই অবস্থান করছে বলে জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..