কদমতলীতে পিস্তল-চাপাতিসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

ক্রাইম ডেস্ক : ঢাকা মহানগরের কদমতলী থানা এলাকা হতে অবৈধ অস্ত্রসহ তিন জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো: ইসমাইল হোসেন ইউসুফ (৫০), মো: সোহেল উরফে ইসমাইল (৩৫) ও মো: ইউসুফ সাধু (৩০)। এ সময় তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য ১টি পিস্তল, ১টি চাপাতি ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি সন্ধ্যা ০৬ টা ২৫ মিনিটের দিকে তথ্যের ভিত্তিতে কদমতলী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়স্থ রায়েরবাগের খানকা শরীফ রোডে অভিযান চালায় ডিবি পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম। ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় ছিনতাইকারীদের অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে অভিযান পরিচালনাকারী টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলাসহ অন্যান্য স্থানে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে তারা লোকজনদের সাথে থাকা টাকা মোবাইল ও অন্যান্য দামিজিনিসপত্র ছিনতাই করে থাকে।

এ সংক্রান্তে কদমতলী থানায় দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..