সিলেট ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় শুক্রবার দিবাগত রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সুনামগঞ্জ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার দিঘলী গ্রামের চাকলাপাড়ার মো. আব্দুল আমিনের ছেলে জায়েদ আহমদ (২৮) বাড়িতে অভিযান চালানো হয়। তার বসত ঘর থেকে ৭শ৬৭বোতল অফিসার্স চয়েস, হুইস্কি ১শ৩৩ বোতল, ৪০ বোতল এসি ব্ল্যাক হুইস্কি উদ্ধার করে। আসামী জায়েদ আহমদের বিরুদ্ধে ছাতক থানায় মাদক আইনে মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd