হকার্সদের পূর্ণবাসনের দাবিতে সিলেটে হকার্স ঐক্য পরিষদের মিছিল

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮

Manual4 Ad Code

সিলেট :: হকার্সদের পূর্ণবাসনের দাবিতে রোববার দুপুর ২টায় সিলেট মহানগর সর্বস্তরের হকার্স ঐক্য পরিষদের মিছিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

মিছিলটি নগরীর রেজিস্টারী মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদমিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

হর্কাস ঐক্য কল্যান পরিষদের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম আহবায়ক রুহুল আমীন রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন- সদস্য সচিব মোঃ খোকন ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ আতিয়ার রহমান, শফিক আহমদ, আব্দুল আহাদ,  আব্দুর রহিম, মোঃ আবুল বশর, মোঃ শাহাজাহান, মুখলেছুর রহমান, সদস্য ইসরাজ জাহান খোকন, লোকমান,চান মিয়া, পিয়ার হোসেন, হাসিম উদ্দিন, রুমন আহমদ, ইয়াসিন পকির আলী, আবু কাসেম, নজরুল, মনু মিয়া, মুন্না মিয়া, মোঃ আনোয়ার তাজনুর, রাশিদুল, মোঃ ওয়াকিল, মোঃ হাছান, মোঃ আশিকুল ইসলাম, মোঃ তাজিম প্রমুখ।

Manual8 Ad Code

বক্তারা বলেন, হকার্সদের উচ্ছেদ করা হলেও তাদের কোন পূর্ণবাসন করা হয়নি। হকার্সরা কোথায় যাবে, এরকম অবস্থা হলে হকার্সদের পরিবার না খেয়ে থাকতে হবে। তাদের সন্তানদের লেখাপাড় বন্ধ হয়ে যাবে। তাই সন্তান ও পরিবারের দিকে চেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময়ের আশা প্রকাশ করেন বক্তারা।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..