গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা শুক্রবার পূর্ব জাফলং ইউনিয়নের সিলেট-তামাবিল সড়কের সংগ্রাম ও বিজিবির রাস্তার মুখ থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যক্তি গোয়াইনঘাট থানার মোহাম্মদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. রায়হান মিয়া(২৮)। তার কাছ থেকে ১৮০এম এল ও২০টি ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, সিলেট জেলা গোয়েন্দা পুলিশের এসআই-মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসারসহ পুলিশের দল অভিযান চালিয়ে মাদক সহ আসামীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়েন্দা পুুলিশের এসআই মিজানুর রহমান বাদি হয়ে মাদক দমন আইনে মামলা করার প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।