সিলেট ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮
শেষ খবর পর্যন্ত ৩১ ওভার শেষে ২ উইকেটে ১৭৯ রান করেছে বাংলাদেশ। সাকিব ৪৪ ও মুশফিক ৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। তবে সাবলীল ছিলেন না বিজয়। প্রথম ওভারেই সুরঙ্গা লাকমলের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। তবে তা মুঠোবন্দি করতে পারেননি কুশল মেন্ডিস।
এর পর একাধিক লাইফ পেয়েছেন বিজয়। কিন্তু তা কাজে লাগাতে পারেননি আড়াই বছর পর দলে ফেরা এ ওপেনার। খাবি খেতে খেতে ফেরেন ব্যক্তিগত ৩৫ রান করে। দলীয় ৭১ রানে থিসারা পেরেরার বাউন্সার খেলতে গিয়ে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলাকে ক্যাচ দেন তিনি।
বিজয়ের বিদায়ের পর সাকিব আল হাসানকে নিয়ে এগিয়ে যান তামিম। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিচ্ছিলেন সাকিব আল হাসান। দুজনের ব্যাটেই ছুটছিল রানের ফোয়ারা। তাদের ব্যাটে বড় স্কোরের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তবে হঠাৎই থেমে গেলেন তামিম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd