দোয়ারাবাজারে পৃথক নির্বাচনী পথসভায় মুহিবুর রহমান মানিক

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩

দোয়ারাবাজারে পৃথক নির্বাচনী পথসভায় মুহিবুর রহমান মানিক

Manual1 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে পৃথক নির্বাচনী পথসভায় ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে ছাতক-দোয়ারাবাজারে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত করেছে। সব ধরনের প্রপাগাণ্ডা এবং ষড়যন্ত্র রুখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা প্রতীককে বিজয়ী করুন।

Manual8 Ad Code

মঙ্গলবার দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক উপরোক্ত কথা বলেন। ওইদিন দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মহান মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের সদর দপ্তর বাঁশতলা (হকনগর) শহিদ স্মৃতিসৌধে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে মুহিবুর রহমান মানিক আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে স্থানীয় হকনগর বাজার, চৌধুরীপাড়া বাজার, কলাউড়া মার্কেট, বাংলাবাজারে পৃথক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কলাউড়া মার্কেটে আ’লীগ নেতা আবুল কালামের পরিচালনায় ও ফারুক আহমদ মাস্টারের সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সফর আলী, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহমদ, আফজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, অ্যাড. সাইদুর রহমান তালুকদার, আ’লীগ নেতা মানিক মিয়া, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা তোফায়েল আহমদ, শাহজালাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বশির আহমদ, আ’লীগ নেতা ইসমাইল হোসেন, কবির আহমদ, শাহজাহান, জমির হোসেন, আব্দুল মান্নান, মনুমিয়া, আব্দুল বারেক, আলা উদ্দিন প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..