সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩
তাহিরপুর প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে স্বতন্ত্র দুই প্রার্থী সেলিম আহমেদ ও এমপি রতনের পছন্দের প্রতীক ছিল ঈগল। প্রার্থী দু জনেই ঈগল প্রতীক পাওয়ার জন্য আবেদন করেন। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে সমঝোতা করে প্রতীক বরাদ্দের চেষ্টা করে ব্যার্থ হন। পরে লটারিতে নির্ধারিত হয় সুনামগঞ্জ- ১ আসনের স্বতন্ত্র প্রার্থীদের ঈগল প্রতীক।
সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়। সভার শুরুতেই সুনামগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে পছন্দের প্রতীক ঈগল চান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু। এসময় আরেক স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদও জানান, তাঁর পছন্দের প্রতীক ঈগল।
পরে দু’জনকে সমঝোতা করতে বলেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। কিন্তু সেই সমঝোতার প্রস্তাব আমলে নেন নি তারা। স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ দাবি করলেন, লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ হোক।
পরে লটারিতে ঈগল প্রতীক পান সেলিম আহমদ । শেষে লটারিতে হেরে কেটলি প্রতীক নেন বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। তাঁর পক্ষে জিতেন্দ্র তালুকদার পিন্টু প্রতীক বুঝে নেন।
প্রতিক বরাদ্দ পেয়ে এমপি রতন তাহিরপুর বাদাঘাট পথসভা করেন, অপরদিকে নৌকার সমর্থনে নেতা কর্মী সাধারণ জনগন বিশাল মিছিল শেষে বাদাঘাট বাজারে পথসভা করে উন্নয়নের জন্য ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd