সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩
বিয়ানীবাজার সংবাদাতা: সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের কসবা এলাকায় বলাৎকারের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
গ্রেফতারকৃত ইমাম হাফিজ মো. হাসিবুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমাম ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে- পাঞ্জেগানার ইমাম হাসিবুল দীর্ঘ কয়েক বছর থেকে কসবা ত্রিমুখি বাজারের পাঞ্জেগানা মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিল। সে মসজিদের ইমাম সাহেবের কক্ষে থাকার পাশাপাশি অন্যত্র আরেকটি ভাড়া বাসা নেয়। সোমবার বিকেলে সে শ্রীধরা গ্রামের মাদ্রাসা পড়ুয়া ১৪ বছরের এক কিশোরকে ওই ভাড়া বাসায় নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ ঘটনা ওই কিশোর তার পিতাকে জানালে তিনি বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সুত্রে জানা গেছে- ইমাম হাসিবুলের বিরুদ্ধে মাদ্রাসা পড়ুয়া কিশোরদের বলাৎকারের অনেক অভিযোগ আছে। সে ভূক্তভোগী কিশোরদের প্রাইভেট পড়ানোর নাম করে এসব অপকর্ম করে। মসজিদে তার থাকার জন্য পৃথক কক্ষ থাকার পরও সে অন্যত্র ভাড়া বাসা নিয়ে এসব অপকর্ম চালাতে থাকে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন- গ্রেফতার ইমামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd