বাণিজ্যমন্ত্রীই বাজার সিন্ডিকেটের হোতা -বিশ্বনাথে এমপি মোকাব্বির

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

বাণিজ্যমন্ত্রীই বাজার সিন্ডিকেটের হোতা -বিশ্বনাথে এমপি মোকাব্বির

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, দেশের মানুষ আজ অসহায়, দ্রব্যমূল্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নেই। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা এবং অসৎ রাজনীতিবীদ-এই তিনটা মিলেই সিন্ডিকেট সৃষ্টি করে রাষ্ট্রকে জিম্মি করে রেখেছে। আর সেই সিন্ডিকেটের সদস্যরা নিজের ইচ্ছে মতো দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।

তাছাড়া বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি বাজার সিন্ডিকেটে হাত দিতে পারছেন না। কেন হাত দিতে পারছেন না? উনি নিজেও একজন ব্যবসায়ী। তাই আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শুনতে পাই বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা এবং সেই সিন্ডিকেটই তাকে বাণিজ্যমন্ত্রীর জায়গায় বসিয়ে রেখেছে। লজ্জা-শরম থাকলে তিনি পদত্যাগ করতেন।

Manual3 Ad Code

তিনি বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের ‘মজলিশপুর ও মজনপুর’ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মজলিশপুর গ্রামের মরহুম আছবর আলীর বাড়িতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আক্তার আলী।

উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মজিদের সভাপতিত্বে ও সংগঠক মাওলানা শাহিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী চক্রবর্তী, সহকারী শিক্ষক শামীম আহমদ।

Manual3 Ad Code

বক্তব্য রাখেন আব্দুর রহমান, হাবিব খান, কাওছার আহমদ মাসুম, ফয়সল আহমদ, মজলিশপুর যুব সংঘের সাধারণ সম্পাদব হাবিবুর রহমান ও সংগঠক আব্দুস সালাম। অনুষ্ঠানে এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..