দুই চিকিৎসকের মুক্তির দাবিতে ওসমানী মেডিকেল কলেজে মানববন্ধন

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩

দুই চিকিৎসকের মুক্তির দাবিতে ওসমানী মেডিকেল কলেজে মানববন্ধন

Manual4 Ad Code

সিলেট :: রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবি জানিয়েছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।

একইসঙ্গে ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনার নিন্দা জানিয়েছে তারা।

রোববার (৯ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান ওজিএসবির ও সর্বস্তরের চিকিৎসকরা।

Manual3 Ad Code

অভিযোগ প্রমাণের আগেই ডা. মুনা ও শাহজাদীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়।

Manual3 Ad Code

মানববন্ধন ও প্রতিবাদ সভায় মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহ ফাহমিদা সিদ্দিক পপির পরিচালনায় বক্তব্য রাখেন ওজিএসবির সভাপতি পার্কভিউ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. দিলীপ কুমার বলেন, কোনো মৃত্যুই কারো কাম্য নয়, কিন্তু জটিলতা এড়ানো যায় না। পৃথিবীর কোথাও জটিলতার জন্য ফৌজদারি মামলা হয় না। বিনা বিচারে গ্রেফতার চিকিৎসকদের জামিন না হওয়া দুষ্ট লোকদের সুযোগ করে দেওয়ার শামিল। তাই চিকিৎসকদের জামিন ও মামলা প্রত্যাহার করা হোক। প্রমাণের আগেই তাদের হয়রানি বন্ধ করা হোক।

Manual6 Ad Code

এ ধরনের ঘটনায় সংকট বাড়বে জানিয়ে তিনি বলেন, জটিল রোগীর চিকিৎসা করতে গিয়ে যদি চিকিৎসকরা হামলা-মামলার শিকার হয়, তাহলে চিকিৎসকরা আর জটিল রোগীর চিকিৎসা করতে সাহস পাবে না। এতে রোগীদের ভোগান্তি এবং মৃত্যুর হার বেড়ে যাবে।

সংগঠনটির সেক্রেটারি ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, প্রফেসর নাসরিন আক্তার বলেন, প্রসব বেদনায় কাতর জটিল রোগর চিকিৎসা দিতে গিয়ে আমাদের চিকিৎসকরা আজ জেলে। পৃথিবথাও এমন নজির নেই। আমি গ্রেফতার হওয়া চিকিৎসকদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। তাদের জেলে অবস্থান একটি বাজে নজির

Manual3 Ad Code

এর আগে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুই চিকিৎসককে গ্রেফতারসহ সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে এবার মাঠে নামছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন।

এই প্রতিবাদ বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকদের জন্য উল্লেখ কর সারাদেশে একই সময়ে মানববন্ধন ও চিকিৎসক ওজিএসবি এবং সর্বস্তরের চিকিৎসকবৃন্দের ব্যানারে ৯ সার চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে শহীদ মিনারের সামনে ও ওসমানী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রাকিব আলী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নমিতা রানী সিনহা। উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা.শাহানা ফেরদৌস ,নর্থ ইস্ট মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নাহিদ ইলোরা, প্রফেসর ডা. মোখলেছুর রহমান, প্রফেসর ডা.এনায়েত হোসেন, প্রফেসর ডা.কাজী জানে আলম, ডা. আবু সাইদ আব্দুলাহ মকুল, ডা. আর. কে. এস রয়েল, ডা.তরিকুল ইসলাম, ডা. আখলাক আহমেদ আজিজুর রহমান রোমান সহ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..