সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে রেলের বিপুল পরিমান ব্ল্যাক টিকিটসহ কালোবাজারি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল। আটককৃত কালোবাজারি চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য্য (৩১)।
আটককৃত আসামী দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারিসহ অবৈধভাবে ট্রেনের টিকেট যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে র্যাব। সোমবার (২৬ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব ৯, সিলেট।
র্যাব ৯ জানায়, কাউন্টারে টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল।
রোববার (২৫ জুন) দুপুরে র্যাব ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের এর একটি আভিযানিক দল উপজেলার ভাড়াউড়া ইউনিয়নের ০৩ নং পুল এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য্য (৩১)-কে গ্রেফতার করে র্যাব।
এ সময় আটক ব্যক্তির ব্যবহৃত ̄স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট, ১টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd