সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট নগরীর ২৩ নং ওয়ার্ডের মাছিমপুরে অবৈধ গরুর হাট বসিয়েছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে ওই অবৈধ হাটে গরু-ছাগলও উঠতে শুরু করেছে। এই অবৈধ হাট থেকে বেপরোয়া চাঁদাবাজি করছেন খছরু ও তার লোকজন।
সরজমিনে জানা যায়, চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরীর ২৩নং ওয়ার্ডের মাছিমপুর স্থানে কুরবানির পশুর হাট বসছে, তা প্রশাসনের কোনো অনুমোদন নেই।
ইতোমধ্যেই ওই অবৈধ হাটে কুরবানির পশু ভেড়ানোর জন্যে ব্যাপক প্রচারণা চলছে।
এদিকে জানাযায় গত শুক্রবার বিকেল ৩টার দিকে পশুর হাট বসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলরের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছিলেন ।
অনুমোদন ছাড়া কুরবানির পশুর হাট বসানোর বিষয়ে জানতে চাইলে হাটের কর্তৃপক্ষ খছরু বলেন, আমরা জেলা পরিষদ থেকে চারদিনের ইজারা এনেছি, রিপোর্টার উনার কাছে লিজের কাগজ দাবি করলে উনি বলেন যে কাগজগুলো বাড়িতে রাখা আছে ।
অপরদিকে ইজারা এর বিষয় সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বলেন, এরকম কোন ইজারা তাদের কে দেওয়া হয় নাই, তারা দাবি করতেছে তিনি তা মিথ্যা বলেন। তিনি আরো বলেন অনুমোদনহীন কোনো হাট বসানোর চেষ্টা আইনের লঙ্ঘন। যারা করছে বা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd