হতে চেয়েছিলেন মেয়র, হারলেন কাউন্সিলর পদেও

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩

হতে চেয়েছিলেন মেয়র, হারলেন কাউন্সিলর পদেও

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিম। দলীয় মনোনয়ন না পেয়ে ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হন তিনি। তবে নির্বাচনে হারতে হয় সেলিমকে।

ছালেহ আহমদ সেলিম ২২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং সিলেট ল কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি।

এবারের সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন দলটির ১১ নেতা। এদের মধ্যে সেলিমও ছিলেন। কিন্তু কেন্দ্র মনোনয়ন দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে। মনোনয়ন পেয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনে বিজয়ীও হন।

বুধবার (২১ জুন) অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পান ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, যিনি পান ৫০ হাজার ৮৬২ ভোট। স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শাহ জাহান মিয়া (বাস গাড়ি) ২৯ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন। মেয়র পদে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা) ১২ হাজার ৭৯৪ ভোট, স্বতন্ত্র আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ৪ হাজার ২৯৬ ভোট, মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ২ হাজার ৬৪৮ ভোট, স্বতন্ত্র জহিরুল আলম (গোলাপ ফুল) ৩ হাজার ৪০৫ ভোট ও স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) ২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

Manual4 Ad Code

সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ছালেহ আহমদ সেলিম প্রার্থী হন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে।

বুধবারের নির্বাচনে ছালেহ আহমদ সেলিম পরাজিত হন আরেক সাবেক ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি মাছুমের কাছে। ভোটের ব্যবধান ১৮২।

Manual2 Ad Code

শাহজালাল উপশহরের প্রায় ১২ হাজার ভোটার নিয়ে সিটি করপোরেশনে ২২ নং ওয়ার্ড। বিজয়ী কাউন্সিলর ফজলে রাব্বি মাছুম মিষ্টি কুমড়া প্রতীকে ১ হাজার ৪৭১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৮৯ ভোট।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া ছালেহ আহমদ সেলিম কাউন্সিলর পদেও জয়ী হতে পারেননি, এনিয়ে আলোচনা নগরজুড়ে।

Manual1 Ad Code

এ নিয়ে কথা বলতে ছালেহ আহমদ সেলিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..