সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রিপাতপুর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরধরে পিতা-পুত্রসহ একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছেন৷
আহতরা হলেন ওই গ্রামের প্রবীণ কৃষক আব্দুল মালিক (৭০), তাঁর ছেলে দিলাল মিয়া (৩৩), জিলদার মিয়া(৩৫) ও সিজিল মিয়া (৪০)৷ আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
ঘটনাটি ঘটেছে ১৫ জুন বৃহস্পতিবার সকাল অনুমান ৮ঘটিকায়৷
আহত সূত্রে জানাযায়, উপজেলার ওই গ্রামের প্রবীণ কৃষক আব্দুল মালিক মিয়া ও মনসুর মিয়ার সাথে একই গ্রামের মৃত মুসলিম উল্যার পুত্র মারাজ মিয়া গংদের সাথে রাস্তানিয়ে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল এরই জেরধরে ঘটনার উল্লেখিত সময়ে পূর্ব পরিকল্পিত ভাবে মারাজ মিয়া সহ তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে কৃষক পরিবারের লোকজনের উপর কয়েকদফা অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে বলে অভিযোগ করেন আহতরা৷ হামলার সময় ওই স্থানে সরকারী সার্ভেয়ার ও উপস্থিত ছিলেন বলে তারা জানান৷
কৃষক আব্দুল মালিক ও তার ছেলে দিলাল মিয়া বলেন, এই রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র রাস্তা৷ এই রাস্তানিয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা মোকদ্দমা হলে রাস্তাটির রায় আমাদের পক্ষে হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের লোকজনকে নানাভাবে নির্যাতন ও হয়রানী করে আসছে৷ আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি৷
তাদের ভয়ে আহত পরিবারের লোকজন ঘরবাড়ীতেও যেতে পারছেননা বলে অভিযোগ করেন তারা৷
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd