সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে ট্রাস্ট ব্যাংকের এক সিকিউরিটি গার্ডের বন্দুক থেকে অসাবধানতাবশত হাত লেগে গুলি ফসকে ২ পথচারী যুবক আহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের চৌমুহনীতে ট্রাস্ট ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পৌর এলাকার রনকেলী উত্তর গ্রামের সেলিম আহমদের ছেলে রেজাউল হাসান আকাশ (১৬) ও একই এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন (১৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটে থেকে গাড়িযোগে বাক্স ভর্তি টাকা নিয়ে গোলাপগঞ্জ চৌমুহনীতে ব্যাংকের নিচে আসামাত্র অসাবধানতাবশত হাত লেগে সাদেক আহমদ (৬২) নামে এক সিকিউরিটি গার্ডের হাতে থাকা বন্দুকের গুলি ফসকে যায়। এসময় গুলির ছিটেফোঁটা গিয়ে দুই পথচারীর কপালে ও পিঠে লাগে। তৎক্ষনাৎ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। গুলির শব্দে ঘটনাস্থলে থাকা মানুষের মধ্যে তৎক্ষনাৎ ভয়ের সৃষ্টি হয়।
এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাংকের এক সিকিউরিটি গার্ডের অসাবধানতাবশত বন্দুক থেকে হাত লেগে গুলি ফসকে যায়। এতে গুলির ছিটেফোঁটা লেগে দুই পথচারী আহত হয়েছেন। তাদের প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd