সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। চক্রটির বিরুদ্ধে সিলেটের এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন শিপনের নাম্বার ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।
নাম্বার ক্লোন করে মহানগরীর বেশ কয়েকজন প্রার্থীর কাছে গত কয়েকদিন টাকা চাওয়ার। এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন শিপন ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।
পোস্টটি লেখা হয়, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এর সরকারি মোবাইল অজ্ঞাতনামা কে বা কাহারা সফটওয়্যারের মাধ্যমে ক্লোন করে অফিসার ইনচার্জ এর নাম ব্যবহার করে সিসিক নির্বাচনের বিভিন্ন পদপ্রার্থীদের নিকট টাকা দাবি করছে। দয়া করে অফিসার ইনচার্জ এর সরকারী মোবাইল নাম্বার হতে কল গেলে বিশ্বাস করে প্রতারিত হবেন না। কোন ধরনের কল পেলে অফিসার ইনচার্জ এর সাথে সরাসরি কথা বলার জন্য অনুরোধ করা হল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ বিয়য়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন শিপন গণমাধ্যমে জানান, একটি চক্র সফটওয়্যারের মাধ্যমে নাম্বার ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়া হচ্ছে। গতকাল এক প্রার্থী আমাকে ফোন দিয়ে জানান, আমার নাম্বার থেকে কল করে টাকা চাওয়া হয়েছে। আজ একজন জেলা ম্যাজিস্ট্রেট আমাকে ফোন দিয়ে জানান, আমার সরকারি নাম্বার ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়া হচ্ছে। তারা সবাইকে সচেতন করতে ফেসবুক পোস্ট করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। যদি কেউ এমন কোন কল পেয়ে থাকেন তাহলে সরাসরি অফিসার ইনচার্জ এর সাথে কথা বলার অনুরোধ করেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd